, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্রলীগকর্মী সবুজের মৃত্যু: অজ্ঞাতনামা আসামি করে মামলা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০৬:৪১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০৬:৪১:৫৬ অপরাহ্ন
ছাত্রলীগকর্মী সবুজের মৃত্যু: অজ্ঞাতনামা আসামি করে মামলা
এবার কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় ছাত্রলীগ কর্মী সবুজ আলী (২৬) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়া শাহজাহান আলী (২৪) নামে এক পাপসের দোকানি নিহতের ঘটনায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞানতামা আসামি করা হয়েছে। মামলা দুটি বুধবার (১৭ জুলাই) রাজধানীর নিউমার্কেট থানায় করা হয়।

এদিকে সবুজের মৃত্যুর ঘটনায় তার ভাই নুরনবী ও শাহজাহান আলীর মৃত্যুর ঘটনায় তার মা মোছা. আয়শা বেগম (৪৫) বাদী হয়ে এ মামলা করেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুব মামলার দুই মামলার এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ আগস্ট দিন ধার্য করেন।
 
সবুজের ভাই নুরনবী মামলার এজাহারে উল্লেখ করেন, আমার ভাই সবুজ আলী (২৬) ঢাকা কলেজে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করতো এবং ঢাকা কলেজের উত্তর ছাত্রবাসে বসবাস করতো। ১৭ জুলাই রাত ৩টায় খবর পাই কোটা বিরোধী আন্দোলনকারী দ্বারা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মর্গে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।

মামলার এজাহারে আরও বলা হয়, গত ১৬ জুলাই বিকেল ৪টা ১৫ মিনিটে সবুজ অজ্ঞাতনামা কোটা বিরোধী আন্দোলনকারী কর্তৃক গুরুতর জখম হয়ে ঢাকা কলেজের সামনে রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার উপর পড়ে ছিল। উপস্থিত পথচারীরা তার চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ৫টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে শাহজাহানের মা আয়শা মামলার এজাহারে উল্লেখ করেন, আমার ছেলে শাহজাহান আলী (২৪) মিরপুরের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপসের দোকানে কাজ করতো। প্রতিদিনের মতো ১৬ জুলাই সকাল আনুমানিক ৯টায় দোকানে কাজ করার জন্য আসে। সেদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে জানান শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলায় হাসপাতালে ভর্তি আছে। বাদী তাৎক্ষণিক হাসপাতালে এসে জানতে পারেন তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাদী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে মর্গে তার ছেলের মৃতদেহ শনাক্ত করেন।

তিনি জানতে পারেন ১৬ জুলাই বিকল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা কোটা বিরোধীদের দ্বারা গুরুতর জখম হয়ে রাস্তার ওপর পড়ে ছিল। চলমান কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধীরা তার ছেলেকে আক্রমণ করে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করে। যার ফলে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে রাস্তায় পড়ে থাকে। উপস্থিত পথচারীর পপুলার হাসপাতালে ভর্তি করে। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি