এবার সাভারে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়ামিন (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়।
এদিকে নিহত ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শিক্ষার্থীরা জানান, কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে সাভারে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে দফা দফায় সংঘর্ষ ঘটে। এ সময় ছাত্রলীগ ও পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া করে। পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া করে। এক পর্যায়ে ইয়ামিন গুলিবিদ্ধ হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ম্যানেজার ইউসুফ বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে গুলিবিদ্ধ রয়েছে। এদিকে ডা. মিরাজুল রায়হান পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় আনা হয়। তার বুকে গুলি চিহ্ন রয়েছে।