, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০৪:৪৫:১৬ অপরাহ্ন
সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আন্দোলনকারী শিক্ষার্থীরা
এবার কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে সরকার। শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই এ আলোচনা হবে। তবে এ আলোচনা প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারীদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৩ টা ১৫ এর দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ লেখেন, রক্ত মাড়িয়ে সংলাপ নয়। সমন্বয়কদের আরেকজন সারজিস আলম জানান, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে ?

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় সংসদ ভবনের টানেলের নিচ থেকে সংবাদ সম্মেলনে আলোচনায় বসার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন সরকার কোট সংস্কারের পক্ষে। আইনমন্ত্রী আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আলোচনা ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি