, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকা পুলিশ, র‍্যাবের হেলিকপ্টারে উদ্ধার 

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০৪:২৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০৪:২৪:৫৭ অপরাহ্ন
কানাডিয়ান ইউনিভার্সিটিতে আটকা পুলিশ, র‍্যাবের হেলিকপ্টারে উদ্ধার 
এবার রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে কোটাবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা রামপুরা ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের কার্যালয়ে আগুন দিয়েছেন। এছাড়া ১০টিরও বেশি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সবমিলিয়ে রামপুরা-বাড্ডা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছিল।

এদিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় কানাডিয়ান ইউনিভার্সিটিতে এ ঘটনায় আটকা পড়েছিল কিছু পুলিশ সদস্য। তাদের উদ্ধারে হেলিকপ্টারে পুলিশ পাঠানো হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার এসে উদ্ধার করার ভিডিও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।
 
এদিন সকাল থেকে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় আন্দোলন করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকশ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এই আন্দোলন করছেন। এতে মেরুল বাড্ডা এলাকায় যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছিল।