, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার 

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০৩:৩৪:৩৬ অপরাহ্ন
আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার 
এবার ফ্রান্সের ফুটবলারদের নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘বর্ণবাদী ও বৈষম্যমূলক’ গানের ভিডিও নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে এক মুখপাত্র বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পর্কে ফিফা অবগত রয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে। খেলোয়াড়, সমর্থক কিংবা অফিশিয়ালদের যেকোনো প্রকার বৈষম্যমূলক আচরণের কঠোর নিন্দা জানাচ্ছে ফিফা।’

এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। ফাইনাল শেষে উদযাপনের এক পর্যায়ে আর্জেন্টাইন ফুটবলাররা গান গাইতে শুরু করে। যেখানে লক্ষ‍্যবস্তু হয়ে ওঠে ফ্রান্স দল।

এনজো ফার্নান্দেজের করা এক লাইভ ভিডিওতে ফ্রান্সকে ঘিরে বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায় আর্জেন্টিনার খেলোয়াড়দের। সতীর্থরা বর্ণবাদী গান শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন তিনি।  ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ছিলেন এই গানের মূল লক্ষ্যবস্তু, যেখানে বর্ণবাদী মন্তব্যও করা হয়। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করার কথা জানিয়েছিলো ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

এদিকে এনজোর ওই ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তুমুল তোলপাড় শুরু হলে তা সরিয়ে ফেলে ক্ষমা চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘প্রচণ্ড অপমানজনক ভাষা ছিল ওই গানে। ওসব কথার জন্য অজুহাত চলে না। আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের উদযাপনের উন্মাদনায় পড়ে ওরকম করে ফেলার জন্য ক্ষমা প্রার্থনা করছি।’
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি