, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০২:৫১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০২:৫১:২৯ অপরাহ্ন
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
এবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে।’

এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান