, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত, আটক ১

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ০১:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ০১:৫২:৫৩ অপরাহ্ন
চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ শিক্ষার্থী আহত, আটক ১
এবার চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের অনেককে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া নাজমুল হাসান (২৫) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

এদিকে আটক নাজমুল হাসান সরকারি সিটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শিবিরকর্মী সন্দেহে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলরত শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের।

এদিকে ঘটনাস্থলে থাকা এডিসি আশরাফুল করিম জানান, ‘নতুন ব্রিজ এলাকায় ছাত্রশিবিরের ছেলেদের সংঘবদ্ধ হওয়ার তথ্য পেয়েছি। তাদের প্রতিহত করার জন্য আমরা মাঠে নেমেছি। একজনকে আটক করা হয়েছে। প্রচুরসংখ্যক বিজিবি এবং পুলিশ সদস্য মাঠে রয়েছে। বিজিবির তিনটি রায়ট কার এবং দুই প্লাটুন বিজিবি মাঠে নেমেছে।’

গতকাল বুধবার পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না। এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি