, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


পুরো জাতি কি আজ অবুঝ?: প্রশ্ন আফরান নিশোর

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ১১:২৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ১১:২৩:১৭ পূর্বাহ্ন
পুরো জাতি কি আজ অবুঝ?: প্রশ্ন আফরান নিশোর
এবার কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই পুরো দেশে অস্থিরতা বিরাজ করছে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে হয়েছে, এতে বেশ কয়েক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিনোদন অঙ্গনের তারকারাও এ নিয়ে কথা বলেছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।  
 
গতকাল বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এই অভিনেতা। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কারের পক্ষে মতপ্রকাশ করেছেন নিশো। ফেসবুকে আফরান নিশো যে কবিতাটি পোস্ট করেছেন তা হুবহু তুলে ধরা হলো: 

আমার সোনার বাংলা

আমাদের প্রাণ..

লাল সবুজের পতাকা

সবুজের মাঝে লাল...

বাবা মুক্তিযোদ্ধা

চেতনা-

লড়বো যদি যাক প্রাণ..

লাল সবুজের পতাকা....

তাদেরই প্রতিদান

তাদের আত্মত্যাগের ঘ্রাণ..

তবে আজ...

কেন এতো..... লাল???

সবুজে লাল খুজি..

লালে নয় সবুজ

পতাকা হচ্ছে রক্তাক্ত...

পুরো জাতি কি আজ অবুঝ?

বলেন না?

মা বলেন ...আর চাইনা লাল..

ফিরিয়ে দাও.. আমার সবুজ।

লাল সবুজের পতকায় আজ কেন এতো লাল?
 
শান্তি চাই

হোক সংস্কার

অপমান চাইনা

রক্তাক্ত রাজপথ চাইনা

হোক সমাধান

লাল সবুজের পতাকায় আর তো লাল চাইনা...

এদিকে নিশোর বাবা আবদুল হামিদ মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যানসারজনিত রোগে ১ অক্টোবর ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি