, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ভিসি ও শিক্ষকদের ক্যাম্পাসে ‘নিষিদ্ধ’ করলেন ঢাবি শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৪ ১০:১৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৪ ১০:১৩:৩০ পূর্বাহ্ন
ভিসি ও শিক্ষকদের ক্যাম্পাসে ‘নিষিদ্ধ’ করলেন ঢাবি শিক্ষার্থীরা
চলমান কোটা সংস্কার আন্দোলনে ঢাবি প্রশাসনের নির্দেশে পুলিশের নির্বিচারে হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আজীবনের জন্য ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার (১৭ জুলাই) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

এদিকে বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, ‌‘আজ, ১৭ জুলাই ২০২৪ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, কন্ট্রোলার ভবন, সকল অনুষদ ও ইনস্টিটিউট এবং ভিসি ভবন বন্ধ রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে নির্দেশ দেওয়া হলো। এছাড়াও আজ সন্ধ্যা ৬টার মধ্যে ভিসিকে তার বাংলো এবং সকল শিক্ষক ও কর্মকর্তা/কর্মচারীকে তাদের কোয়ার্টার ত্যাগ করার জন্য অনুরোধ করা হলো। পরবর্তী নির্দেশ না আশা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।’
 
‘পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজকতায় পরোক্ষভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করা সকল মেরুদণ্ডহীন প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলো। এ ব্যাপারে আদেশ থাকলে পরবর্তীতে জানানো হবে।’
 
এদিকে শিক্ষার্থীদের চলমান কোটা আন্দোলনে প্রশাসনের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করে পুলিশ। এসময় কয়েকশত রাউন্ড সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও ককটেল বিস্ফোরণ করা হয়। এতে অনেক শিক্ষার্থীর পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়। একপর্যায়ে পুলিশ হলপাড়ায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের হল ছেড়ে দিতে বাধ্য করে।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি