, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ৩ জনের, আহত ২০

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০৭:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০৭:৪৫:০০ অপরাহ্ন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ৩ জনের,  আহত ২০
এবার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি নামকস্থানে বিআরটিসির একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহন নামে অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসচালক সহ ৩ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে নিহতদের মধ্যে একজন দুর্ঘটনাকবলিত শাহজালাল পরিবহনের ড্রাইভার চুন্নু সরদার (৬০)। তিনি মাদারীপুরের জনৈক নূর মোহাম্মদের পুত্র। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যান্যদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। 

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান নামে স্থানীয় একজন সাংবাদিক জানান, 'ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি (ঢাকা মেট্রো-ব ১৫-৬৩৯৩) পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ ফরিদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৬৫) একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের যাত্রী। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারে কাজ করছি। এছাড়া আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। আমরা বিস্তারিত পড়ে জানাতে পারবো।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৮-১০ জন। এছাড়া আরও বেশ কিছু লোকজনও আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি