, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছাত্রলীগের আঁতুড়ঘর জগন্নাথ হলেও ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০২:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০২:৫০:৪৫ অপরাহ্ন
ছাত্রলীগের আঁতুড়ঘর জগন্নাথ হলেও ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা
চলমান কোটা আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় এবার ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সবচেয়ে শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত জগন্নাথ হলে। জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ বুধবার (১৭ জুলাই) জগন্নাথ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ৫টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সেগুলো হলো-

১। জগন্নাথ হলে স্থায়ীভাবে সকল প্রকার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো।

২। কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না।

৩। কোনো শিক্ষার্থী শারীরিক বা মৌখিক ক্ষতির সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪। প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বণ্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। হলের সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা