, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০২:২৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০২:২৮:১৬ অপরাহ্ন
বাংলাদেশের কোটা আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
এবার সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র- ছাত্রীদের আন্দোলন ও তাদের ওপর সহিংসতাসহ সকল পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। 

বাংলাদেশে সরকারি সিভিল সার্ভিসে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার জন্য দেশব্যাপী বিক্ষোভ চলছে। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা করেছে বিক্ষোভকারীদের ওপর। এতে কমপক্ষে ৬ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে মহাসচিব কি অবহিত? 

এর উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন, হ্যাঁ। আমরা পরিস্থিতি সম্পর্কে খুব সচেতন। আমরা নিবিড়ভাবে এবং উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমি মনে করি বাংলাদেশে হোক বা বিশ্বের অন্য কোথাও; মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার রয়েছে।

আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যে কোনো ধরনের হুমকি বা সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য। বিশেষকরে, যুবক, শিশু বা প্রতিবন্ধী ব্যক্তি। আমরা মনে করি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলিকে রক্ষা করা।
সর্বশেষ সংবাদ
নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা

নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে অন্তর্বর্তী সরকার: ধর্ম উপদেষ্টা