এবার শিক্ষার্থীদের ওপর নিপীড়নের নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তারেক চৌধুরী। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ওই স্ট্যাটাসে তিনি লেখেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যথাযথ সম্মান রেখে বলছি কোটা সংস্কার হোক এবং সকল ক্ষেত্রে, সর্বাবস্থায় পোষ্য কোটা (যেটা আমার জন্যও বরাদ্দ আছে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে) বাতিল হোক। একজন শিক্ষক হিসেবে আমি সাধারণ শিক্ষার্থীদের উপর নিপীড়নের তীব্র নিন্দা জানাই এবং এই নিপীড়ন বন্ধ হোক।
'সাধারণ শিক্ষার্থীদের আজ এই অবস্থার জন্য আমরা লজ্জিত এবং, একই সাথে ঘৃণিতও বটে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি যথাযথভাবে পূরণের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেই প্রত্যাশা করি।' তার এই স্ট্যাটাসে ইতিবাচক মন্তব্য করেছেন বেশিরভাগই। আরিফুর রহমান রিফাত নামে একজন লেখেন, ভালবাসা নিবেন স্যার। আপনারা অভিভাবকের দায়িত্ব নিলে কোনো শিক্ষার্থীর ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
রাকিব হাসান নামে একজন লেখেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমরা শুধু আপনাদের সাপোর্ট চাই। মাঠের সংগ্রামটা না হয় আমরাই করি। শরীফ মোস্তাজিব নামে একজন লেখেন, শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য এক হাঁটু নামলে শিক্ষার্থীরা শিক্ষকদের জন্য গলা পর্যন্ত নামবে আশা করি। শিক্ষক এর সম্মান সমুন্নত থাকুক, শিক্ষার্থীরা নিরাপদ থাকুক।