, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঢাবির মুক্তিযোদ্ধা জিয়া হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ০১:২৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ০১:২৮:৫৪ অপরাহ্ন
ঢাবির মুক্তিযোদ্ধা জিয়া হলে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা
চলমান কোটা আন্দোলনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার ঘটনায় এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে। তাছাড়া গেস্টরুম, গণরুম উচ্ছেদ করে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে সিট দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আজ বুধবার (১৭ জুলাই) সকালে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ৮ দফা দাবি মেনে নেওয়া হয়। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
 
১. হলকে তাৎক্ষণিকভাবে নিরস্ত্রীকরণ ও সন্ত্রাসমুক্ত করতে হবে।

২. সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে।
 
৩. ১৫ জুলাই বর্বরোচিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারীদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করতে হবে।

8. যেকোনো ছাত্র রাজনীতির সাথে জড়িতদের হল থেকে তাৎক্ষণিকভাবে এবং স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।

৫. হলের সাধারণ শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং হাউজ টিউটররা এই মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করবেন।

৬. সব আবাসিক শিক্ষককে শিক্ষার্থীদের সাথে প্রয়োজনীয় সময়ে যোগাযোগ নিশ্চিত করতে হবে।

৭. সব শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৈধ সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে।

৮. আজ থেকে হলে গণরুম ও গেস্টরুম থাকবে না।

এর আগে আজ বুধবার ভোর থেকে উত্তপ্ত হতে থাকে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল। এসময় ক্যান্ডিডেটদের রুমও ভাঙচুর করেন শিক্ষার্থীরা। তবে এর আগেই ছাত্রলীগের সব নেতাকর্মী হল থেকে পালিয়ে যান। পরে শিক্ষার্থীদের জোর দাবির পরিপ্রেক্ষিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা