, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা কুবি শিক্ষকের

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৪ ১২:৩৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৪ ১২:৩৫:৫৫ অপরাহ্ন
শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা কুবি শিক্ষকের
এবার কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় তাদের পাশে আছেন বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লতা।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে চলমান ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে পোস্ট দেন কুবির এই শিক্ষক।
 
তিনি লেখেন, ‘আজ আত্মার মৃত্যু, বিবেকের মৃত্যু…ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিস্তীর্ণ মহাশ্মশানের নীরবতা…এই মহাশ্মশানের নীরবতা আর উল্লাস প্রকাশ যেন অনুরূপ ও সমান্তরাল আমি শিক্ষক তোমাদের জন্য… মনে রাখবা আমরা আলাদা নই।’

এ বিষয়ে জান্নাতুল ফেরদৌস লতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে পাশে থাকা, শিক্ষক হিসেবে নৈতিক দায়িত্ব মনে করছি। শিক্ষার্থীরা আমাদের সন্তান। সন্তানের পাশে থাকা প্রতিটি মা এবং বাবারই দায়িত্ব। তাদের নিরাপত্তার জন্য আমি সবসময় পাশে থাকবো।
মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী

মারা গেলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী