, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


এবার রাস্তায় নামলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ০৩:৩৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ০৩:৩৭:৪৯ অপরাহ্ন
এবার রাস্তায় নামলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা ও এর বাইরের বিভিন্ন সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়া শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে রাজধানীর রামপুরা-বিশ্বরোড সড়কের নতুনবাজার, মেরুলবাড্ডা, বনানী, সায়েন্সল্যাব মোড়, আশুলিয়া-গাবতলী-ধউর, মিরপুর-১০, যাত্রাবাড়ী ধনিয়া কলেজের সামনের সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এসব সড়কে রয়েছেন বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম-এশিয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সির্টি, ইস্টার্ন, সিটি, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
 
এদিকে যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা গেটে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। হাজার খানেক শিক্ষার্থী কুড়িল বিশ্বরোড থেকে বাড্ডাগামী সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন। সব ধরনের যানবাহন দুপাশে আটকা পড়েছে।
 
এছাড়া রাজধানীর উত্তরায় অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে সড়কে অবরোধ করে রেখেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীরা। পাশাপাশি রামপুরা ব্রিজ অবরোধ করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থীরা সময়ের প্রতিবেদকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করছেন তারা।
 
এদিকে বসুন্ধরা গেট ও যমুনার সড়ক অবরোধ করে আন্দোলন করছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বেশকিছু শিক্ষার্থীকে সড়কেই নামাজ আদায় করতে দেখা যায়। ছবি: রাইসুল ইসলাম এর আগে, সোমবার (১৫ জুলাই) দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে উভয়পক্ষের অনেকে আহত হন।

সন্ধ্যার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেখানে অনেকে আহত হন। এরপর রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে মঙ্গলবারের (১৬ জুলাই) কর্মসূচি ঘোষণা দিয়ে গণআন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।