, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


আসামি ধরতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল এসআই'য়ের

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০৪:৩০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ০৪:৩০:২৪ অপরাহ্ন
আসামি ধরতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল এসআই'য়ের
এবার সিরাজগঞ্জের রায়গঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে স্বরসতী নদীতে ঝাঁপ দিয়ে উপপরিদশর্ক (এসআই) রেজাউল ইসলাম শাহ (৪৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। আজ সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে নিহত রেজাউল ইসলাম শাহ রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তিনি নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহ ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জের এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেপ্তার করতে অভিযানের সময় আসামি স্বরসতী নদীতে ঝাপ দেয়। এ সময় তাকে গ্রেপ্তার করতে এসআই রেজাউল ইসলামও নদীতে ঝাপ দেন।

কিন্তু আসামি নদী পাড় হলেও এসআই রেজাউল নদীর মাঝখানে তলিয়ে যান। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টা অভিযান করে তাকে উদ্ধার করেন। পরে তাকে সিরাজগঞ্জের শহীদ এম এ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ‘সকালে ডাকাতি ও হত্যা মামলার আসামি ধরতে গিয়ে নদীতে অভিযান চালানোর সময় পানিতে ডুবে নিখোঁজ হন রেজাউল ইসলাম শাহ। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’

এদিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের ডা. গোলাম আম্বিয়া বলেন, ‘হাসপাতালে আনার আগেই পুলিশ কর্মকর্তা রেজাউলের মৃত্যু হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।’
সর্বশেষ সংবাদ