, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


রাতে বিশাল মিছিল নিয়ে রাজপথে বুয়েট শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ১০:৩৬:৫৩ পূর্বাহ্ন
রাতে বিশাল মিছিল নিয়ে রাজপথে বুয়েট শিক্ষার্থীরা

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাধারণ শিক্ষার্থীরা৷ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন।

গতকাল রোববার (১৫ জুলাই) রাত দেড়টার দিকে বুয়েট থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা বুয়েট-ফুলার রোড-ভিসি চত্বর-টিএসসি হয়ে পুনরায় বুয়েটে ফেরত যান।

এ সময় তারা- ‘জেগেছে রে জেগেছে, বুয়েট শিক্ষার্থীরা জেগেছে’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী তার নিজের স্থানে থেকে এভাবে বলতে পারেন না। আমরা তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, প্রধানমন্ত্রীকে এমন বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা চুপ করে থাকবে না।

এদিকে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকের নাতি-নাতনিরা চাকরি পাবে? তারই প্রতিবাদে ফেটে পড়ে রাতেই রাজপথে নেমে আসেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।