, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


স্বামী গায়ে হাত তোলায় চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ গৃহবধূর

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০৮:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০৮:০১:০৫ অপরাহ্ন
স্বামী গায়ে হাত তোলায় চার সন্তানকে নিয়ে কুয়ায় ঝাঁপ গৃহবধূর
এবার ঝগড়ার জেরে স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন স্বামী। এ ঘটনায় অভিমান করে চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান ওই নারী। এরপরই সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন। প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করতে সক্ষম হলেও তার সন্তানদের বাঁচানো সম্ভব হয়নি। চার শিশুসন্তানই কুয়ার পানিতে ডুবে মারা গেছে।

আজ রোববার (১৪ জুলাই) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়রা সুগনা বাঈ (৪০) নামে এক নারীকে কুয়া থেকে জীবিত উদ্ধার করেছেন। কিন্তু তার চার সন্তানই মারা গেছে। তারা হলো-অরবিন্দ (১১), অনুষা (৯), বিট্টু (৬) ও কার্তিক (৩)।

পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সুগনার সঙ্গে তার স্বামী রোদু সিংহের ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন রোদু। পরে চার সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই নারী। ওই দিনই চার সন্তানকে নিয়ে স্কুলের বারান্দায় আশ্রয় নেন তিনি।

সেখানে রাত কাটানোর পর রোববার সকালে সন্তানদের নিয়ে কুয়ায় ঝাঁপ দেন সুগনা। চার শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত