, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


অনন্ত আম্বানিদের কুকুরের গায়েও শেরওয়ানি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০৩:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০৩:০৪:৫০ অপরাহ্ন
অনন্ত আম্বানিদের কুকুরের গায়েও শেরওয়ানি
এবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট শুক্রবার (১২ জুলাই) মুম্বাইয়ে জাঁকজমকভাবে বিয়ে সেরেছেন। বলিউডের বড় বড় এবং আন্তর্জাতিক সেলিব্রেটিরা এই উৎসবে যোগ দিয়েছিলেন। গ্র্যান্ড অনুষ্ঠানে নজর কাড়ে আম্বানিদের কুকুর। তাকেও দেখা গেছে বিয়ের সাজে।
 
এদিকে লাল রঙের শেরওয়ানিতে অনন্ত আম্বানির পোষা কুকুরের একটি ভিডিও ছড়িয়েছে নেটপাড়ায়। সেও বরযাত্রীর পোশাকে এসেছিল বিয়েবাড়িতে। কিছু সময়ের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। একজন কমেন্টে লিখেছেন, ‘বিয়ে বাড়িতে সবচেয়ে সুন্দর পোশাক’। অন্য একজন বললেন, ‘আম্বানি বাড়ির কুকুর হতেও ভাগ্য লাগে।’

ছেলের বিয়েতে ধনকুবের মুকেশ আম্বানি খরচ করেছেন হাত খুলে। সব মিলিয়ে রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা। ভারতের মুম্বাইয়ে বিশ্বের ১১তম শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্তের বিয়ের আনুষ্ঠানিকতা দেখে সবার চোখ যেন কপালে উঠেছে। সাত মাস ধরে চলা রাজকীয় সব আয়োজন নজর কেড়েছে পুরো বিশ্বের।

এদিকে আনুষ্ঠানিকভাবে খরচ নিয়ে আম্বানি পরিবার থেকে গণমাধ্যমে এখনও কিছু জানানো হয়নি। তবে ইন্ডিয়ান টাইমস, বিবিসি ও ফোর্বস'র বরাতে জানা গেছে, বিয়েতে মোট খরচ হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা। যদিও তা আম্বানির পরিবারের মোট সম্পত্তির মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ। বিশাল এই টাকা ব্যয় হচ্ছে নামি-দামি শিল্পীদের বুকিং খরচ, জেট বিমান ভাড়া, সুবিধাবঞ্চিতদের ভোজ আয়োজনসহ অন্যান্য খাতে।

গণমাধ্যমগুলো বলছে, বিদেশি অতিথিদের যাতায়াতে ভাড়া করা ৩টি ফ্যালকন-২০০০ মডেলের জেট বিমানেই খরচ প্রায় ৮ কোটি টাকা। এছাড়া, আরও ১০০টি ব্যক্তিগত বিমান ভাড়ায় খরচ আরও কয়েক কোটি টাকা। এছাড়া ফোর্বসের তথ্য বলছে, বিয়েতে পারফর্ম করা শিল্পীদের মধ্যে জাস্টিন বিবারকেই সবচেয়ে বেশি ১০ মিলিয়ন ডলার দিতে হয়েছে। এছাড়া রিহানা নিয়েছেন ৭ মিলিয়ন ডলার।

এদিকে অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর গতকাল শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ হয়ে গেছে। রোববার (১৪ জুলাই) জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসবের মধ্য দিয়ে তাদের মহাবিবাহ সমাপ্ত হবে।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি