এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর তেল হাল হাওয়ায় ইসরায়েলি বাহিনীর হামলার পর সেখান থেকে ৬০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওই এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর মৃতদেহগুলো খুঁজে পায় উদ্ধারকারী সংস্থা। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের অভিযানে সড়ক ও বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও অনেক মরদেহ ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ জানান, রাস্তায় লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি পরিবারের সব সদস্যের লাশও আছে, এমনকি একটি বাড়ির ভেতরে পুরো একটি পরিবারের পুড়ে যাওয়া লাশও পাওয়া গেছে।