, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ১২:৩৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ১২:৩৮:০৭ অপরাহ্ন
মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মারামারি, আহত ২
এবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার (১২ জুলাই) জুমার নামাজের পর উপজেলার বাঁকা গ্রামের স্কুলপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।  আহতরা হলেন- ওই গ্রামের হারুনের ছেলে রোকন (২৩) ও একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল খালেক (৬৫)।

জানা গেছে, গত ২৮ জুন বাঁকা গ্রামে মসজিদ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরইমধ্যে সভাপতি পদের জন্য দৌড়ঝাঁপ করতে থাকেন অনেকে। জুমার নামাজের পর দুই পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হয়। একপর্যায়ে রোকন ও আব্দুল খালেক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোকনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে এবং আব্দুল খালেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, তার মাথায় শক্ত লাঠি জাতীয় কিছুর আঘাতে জখম হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে জীবননগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনার পর খাদেমুল ইসলাম নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান