, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসতে আরও ২০-২৫ দিন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৩ ০৫:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৩ ০৫:১৩:২৮ অপরাহ্ন
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসতে আরও ২০-২৫ দিন: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
এবার জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাওয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আসতে ২০ থেকে ২৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। আজ শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে কয়লার অভাব দেখা গেছে। কয়লা আসতে আসতে ২০-২৫দিন লেগে যাবে। আমাদের এলসি খুলতে দেরি হয়েছে এজন্য। অন্য বিষয়গুলোও ছিল।’ 

এদিকে ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় শনিবার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রটি। 

বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বলেন, অন্তত তিন সপ্তাহ বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ থাকতে পারে। পায়রার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ না হওয়ার কারণে লোড শেডিং বেড়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 
 
এ সময় নসরুল হামিদ বলেন, ‘এখানে আমরা একটা বড় বিদ্যুৎ সিস্টেমে পাচ্ছি না। এ কারণে আমি মনে করি যে, কিছুটা জন দুর্ভোগ হচ্ছে। লোড শেডিং বেড়ে গেছে। কয়েকটা বিদ্যুতের কেন্দ্র কাজ না করাতে। তেলের ব্যাপারেও আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান