, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইরানে নারী কর্মীরা হিজাব না পরায় তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ১০:৫৯:৪৩ পূর্বাহ্ন
ইরানে নারী কর্মীরা হিজাব না পরায় তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ
এবার ইরানে কর্মক্ষেত্র ও বাড়ির বাইরে সব নারীর হিজাব পরার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে নারী কর্মীরা হিজাব পড়তে অস্বীকৃতি জানানোয় দেশটির রাজধানী তেহরানে তুর্কি এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দেয়া হয়েছে। আরবভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ আরব এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এদিকে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে সোমবার (৮ জুলাই) হিজাব পরতে নারী কর্মীদের সতর্কতা দিতে তার্কিস এয়ারলাইন্সের অফিসে যায় পুলিশ সদস্যরা। এ সময় নারী কর্মীরা পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরই অফিসটি বন্ধ করে দেয় পুলিশ।

তাসনিম এর প্রতিবেদনে জানানো হয়, কর্মচারীদের আচরণের কারণে অফিসটি সিলগালা করা হয়েছে। তবে তুর্কি এয়ারলাইন্স বুধবার (১০ জুলাই) থেকে স্বাভাবিকভাবে তাদের অফিসের কার্যক্রম চালাতে পারবে। এদিকে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে আরও জানানো হয়, নারী কর্মীরা হিজাব না পরার কারণে পরবর্তীতে আর কোনো অফিস বন্ধ করবে না পুলিশ। এর বদলে তারা সতর্কতা দিয়ে আসবে। এদিকে তেহরানের এই ঘটনার বিষয়ে তুর্কি এয়ারলাইন্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য দেয়া হয়নি।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর