এবার কানাডিয়ান র্যাপার ড্রেক বাজি ধরবেন আর হারবেন না তা কী হয়! গুরুত্বপূর্ণ ম্যাচে ফের বড় অঙ্কের বাজি ধরে হেরেছেন বিখ্যাত র্যাপার ড্রেক। বুধবার (১০ জুন) ভোরে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল এই র্যাপারের দেশ কানাডা। আর সেই ম্যাচেই বাজি ধরে হেরে গেছেন ড্রেক।
এদিকে ৩৭ বছর বয়সী ড্রেক এমনিতে আর্জেন্টিনার পাঁড় সমর্থক। কিন্তু কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পক্ষে বাজি ধরেননি তিনি। তার দেশ কানাডা শক্তিসামর্থ বা ফুটবলীয় ঐতিহ্যে অনেক পিছিয়ে থাকলেও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের বাজিই ধরেছিলেন। আর সেই বাজিতে তিনি ৩ লাখ মার্কিন ডলার হারিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় অর্থের পরিমাণটা ৩ কোটি ৫২ লাখ টাকা।
তবে কোনোক্রমে আর্জেন্টিনা যদি কানাডার কাছে শেষ পর্যন্ত হেরেই যেত, তবে ড্রেক পেতেন ২৮ লাখ ৮০ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৩৩ কোটি ৮৭ লাখ টাকা! কিন্তু সে আশায় গুড়েবালি। মেটলাইফ স্টেডিয়ামে হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসির এবারের আসরে পাওয়া প্রথম গোলে ভর করে ২-০ গোলে কানাডাকে হারিয়েছে আর্জেন্টিনা। বাজি হেরে ড্রেক খুইয়েছেন ৩ কোটি ৫২ লাখ টাকা।
এদিকে বাজি ধরে হারার পর ড্রেককে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। নিজেদের এক্স অ্যাকাউন্টে ড্রেককে খোঁচা দিয়ে তার তুমুল প্রতিদ্বন্দ্বী মার্কিন র্যাপার কেন্ড্রিক লামারের গানের নাম দিয়ে পোস্ট করেছে এএফএ। এ বছরের মে মাসে লামারের 'নট লাইক আস' গানটা মুক্তি পায়। জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে গানটি এখন পর্যন্ত ৫০ কোটি বারের মতো শোনা হয়েছে এবং গানটির ভিডিও ইউটিউবে ১১ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। এই গানটি নিয়ে শুরু থেকেই সমালোচনায় মেতেছেন ড্রেক।
এএফএ এক্সে সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয় উসযাপনের ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছে- 'নট লাইক আস, নট উইথ আস'। পরের অংশটা বোল্ড ফন্টে লেখা। লাগতে আসিও না- বার্তাটা ড্রেককে ভালোমতো বুঝিয়ে দিতেই যে এএফএ'র এই প্রচেষ্টা, তা বুঝতে আর বাকি নেই। বেচারা ড্রেক এরপরও আর্জেন্টিনা সমর্থন করেন কি-না সেটাই দেখার এখন।