এবার নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৫ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (১০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা টোলপ্লাজায় রাস্তার ডিভারডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে গেলে ভেতরে থাকা পাঁচজন দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দগ্ধদের উদ্ধার করে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
এরপর খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান পরিদর্শক আবু নাঈম।