, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ , ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ


ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর

  • আপলোড সময় : ১০-০৭-২০২৪ ১০:২৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৭-২০২৪ ১০:২৩:৫৮ পূর্বাহ্ন
ভারতীয় দলের প্রধান কোচ হলেন গৌতম গম্ভীর
অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেশ কিছুদিন ধরে গুঞ্জন থাকলেও আজ মঙ্গলবার (৯ জুলাই) গম্ভীরকেই চূড়ান্তভাবে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ।

ফলে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের কোচ রাহুল দ্রাবিড়ের পরবর্তী উত্তরসূরি হলেন গম্ভীর। অবশ্য তার সঙ্গে হেড কোচের দৌঁড়ে ছিলেন আরেক সাবেক ক্রিকেটার ডব্লিউ ভি রমন। এর আগে অবশ্য জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা নেই গম্ভীরের। তবে কলকাতা নাইট রাইডার্সসহ একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন তিনি। সম্প্রতি তার হাত ধরে ১০ বছর পর আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর।

ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, অনেক আনন্দের সঙ্গে আমি ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক দিনের ক্রিকেট দ্রুত পরিবর্তিত হচ্ছে। গৌতম এই পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। তার ক্যারিয়ারে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন হয়েছে, আমি বিশ্বাস করি ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নেবেন তিনি।

বোর্ডের এই কর্তা আরও বলেন, টিম ইন্ডিয়ার জন্য তার স্পষ্ট ভিশন ও বিশাল অভিজ্ঞতার কারণে তাকে এই রোমাঞ্চকর ও সবচেয়ে আকাঙ্ক্ষিত কোচিংয়ের ভূমিকায় সঠিক ব্যক্তি হিসেবে বসিয়েছে। তার নতুন এই যাত্রায় বিসিসিআই পূর্ণ সমর্থন করবে বলেও জানান তিনি। এদিকে গুঞ্জন রয়েছে, গম্ভীরের ছেড়ে আসা কলকাতার মেন্টরের দায়িত্ব উঠতে পারে ভারতে সাবেক হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাঁধে।
বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি