, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ , ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ


কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে মুক্তিযোদ্ধার নাতি

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০৭:২৪:৫৩ অপরাহ্ন
কোটাবিরোধী আন্দোলনের নেতৃত্বে মুক্তিযোদ্ধার নাতি
এবার কোটাবিরোধী আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদের বাবার মুঠোফোনে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ সময় তালাত মাহমুদকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়। আজ সোমবার (৮ জুলাই) বিকেলে নগরীর টাইগারপাস এলাকায় হুমকির বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন তালাত।

এর আগে রোববার (৭ জুলাই) রাত ১০টা ২৫ মিনিটে তার বাবাকে হুমকি দেন। মুঠোফোনে হুমকিদাতা বলেছেন, ‘আপনার ছেলে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে তার লাশ পাবেন।’ তালাত মাহমুদের বাড়ি নেত্রকোনায়। তারা নানা আবদুল লতিফ একজন মুক্তিযোদ্ধা। তারপরও বৈষম্য দূর করতে এই আন্দোলন করছেন তালাত।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। শুরু থেকেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়কের দায়িত্বে আছেন।

এদিকে হুমকির ঘটনার বর্ণনা দিয়ে তালাত সময় সংবাদকে বলেন, ‘রোববার রাত ১০টা ২৫ মিনিটের দিকে মুঠোফোনে আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেয়া হয়েছে। ওই হুমকিদাতা আমার বাবাকে বলেছেন, আপনার ছেলে যদি কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ায়, তাহলে তার ক্ষতি হবে। তার লাশ পাবেন।’
 
তালাত মাহমুদ দাবি করেন, বিভিন্ন মাধ্যমে  হুমকি দেয়া ওই ব্যক্তির পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন। ওই ব্যক্তির নাম হৃদয় আহমেদ। হৃদয় আহমেদ ছাত্রলীগের কর্মী। তিনিও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) কর্মী হিসেবে পরিচিত। থাকেন বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে।
 
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবারও আন্দোলন কর্মসূচি রয়েছে। তালাত মাহমুদ বলেন, ‘ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। হুমকি দেয়ার এ ঘটনা ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়েছি।’
সর্বশেষ সংবাদ
আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস

আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস