আজ সকালে নরসিংদীর রায়পুরায় পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে ৬ জন নিহত হয়েছে। আজ সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহতের ঘটনা ঘটে। নিহত ৫জনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় জানতে সিবিআই এর একটি টিম কাজ করছে।
নিহত ৫জনের সুরতহাল রিপোর্ট শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আরো একজন নিহত হয়েছে।
এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরার কমলপুর খাকচক এলাকায় ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্নভাবে পড়েছিল ৫টি লাশ। সকালে স্থানীয়রা রেললাইন ধরে যাওয়ার সময় ৫জনের লাশ দেখে পুলিশে খবর দেয় তারা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ, পিবিআই ও রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থলে আসে।
পরে বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করে রেলওয়ে পুলিশ। লাশগুলোকে ঘিরে স্থানীয়দের উদ্বেগ। ঘটনা কি ঘটেছে তা নিশ্চিত নয় কেউ। তবে ধারণা করা হচ্ছে, ভোরে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইলের নিচে কাটা পড়ে এই ঘটনা ঘটতে পারে। স্থানীয় এলাকাবাসী মাসুম খাঁ বলেন, সকাল সাড়ে ৬ টার দিকে বাজারের যাওয়ার সময় রেললাইনের মাঝে পাঁচজনের লাশ দেখতে পায়।
পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থালে আসে। তবে তাদেরকে দেখে মনে হয় না এই এলাকার। স্থানীয় এলাকাবাসী বিল্লাল হোসেন বলেন, আমি শুনেছি এখানে পাঁচজন ট্রেনে কাটা পড়েছে। তাদেরকে অবস্থা খুবই খারাপ। কাটা ছেঁড়া ক্ষত-বিক্ষত অবস্থা।
এদিকে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে সকলেই পুরুষ। তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এ বিষয়টি নিশ্চিত নয়। ঘটনা জানতে তদন্ত চলছে। তদের পরিচয় নিশ্চিত করতে নরসিংদীর পিবিআই এর একটি টিম করছেন। তবে তাদের অবস্থা দেখে মনে হয় প্রান্তিক পর্যায়ের মানুষ।