, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০২:২৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০২:২৭:৩২ অপরাহ্ন
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন না মুশতাক
এবার পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের পদে দেখা গিয়েছিল। বিশ্বকাপে তার নির্দেশনায় রিশাদ হোসেনের উন্নতি সুস্পষ্ট ধরা পড়েছিল চোখে। বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। তাই বিশ্বকাপের পর মুশতাকের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তির কথা ভাবছিল বিসিবি। কিন্তু সে আশায় গুড়েবালি।
 
আপাতত মুশতাক আহমেদের বাংলাদেশ অধ্যায়ের ইতি। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনারের সঙ্গে নতুন করে চুক্তির সম্ভাবনা ভেস্তে গেছে। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এই খবর। আজ সোমবার (৮ জুলাই) থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে চারদিনের ম্যাচ দিয়ে নতুন দায়িত্ব শুরু হচ্ছে মুশতাকের।
 
বিসিবির সূত্রও নিশ্চিত করেছে এই খবর। জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না। গত ২ জুলাই বিসিবির বোর্ডের সভা শেষে বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী এবং  বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুশতাক আহমেদের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তির কথা ভাবছে বিসিবি।

গণমাধ্যমকে পাপন বলেছিলেন,  'মুশতাকের সাথে আমরা চুক্তি বাড়াতে প্রস্তুত। অন্যদিকে আমরা নতুন অপশনও খুঁজছি। দেখা যাক কী কী অপশন আছে।' তবে মুশতাককে দলে টানার চেষ্টা বন্ধও করছে না বিসিবি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের চুক্তির মেয়াদ শেষে তাকে ফের বাংলাদেশে আনার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিবির সূত্র।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া