, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হজ করে সানিয়া মির্জার শুকরিয়া আদায়

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৪ ০১:৪৯:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৪ ০১:৪৯:০২ অপরাহ্ন
হজ করে সানিয়া মির্জার শুকরিয়া আদায়
এবার ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা কিছুদিন আগে হজ পালনের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রতি সেটা সম্পন্ন করেছেন। হজ করে খুশি তিনি। রোববার (৭ জুলাই) নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পবিত্র কাবা শরিফ এবং মসজিদ-ই-নববীর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সানিয়া। পোস্টের ক্যাপশনে সৃষ্টিকর্তার নিকট আন্তরিক অনুভূতি প্রকাশ করে হজ পালনকে ‘জীবনের যাত্রা’ হিসেবেও উল্লেখ করেন গ্র্যান্ডস্লাম জয়ী এই তারকা। 

সানিয়া আরও যুক্ত করেন ‘এটা এমন একটি জায়গা, যা প্রতিটি মুসলমানের হৃদয়ে গভীরভাবে গাঁথা। আমি আজীবন লালন করার মতো একটি সফর করেছি, এটা আমার শরীর এবং আত্মার জন্য এমন একটি অভিজ্ঞতা, যা আমি কল্পনাও করতে পারিনি। কোটি কোটিবার আলহামদুলিল্লাহ এবং সুবহানআল্লাহ।’
 
কালো রঙয়ের কাবা ঘরে হাত রেখে একটি ছবি দিয়ে তিনি পোস্টটির সূচনা করেন। আরেকটি ছবিতে ফুটে উঠেছে মক্কা গ্র্যান্ড মসজিদের পুরো প্রাঙ্গণ। যেখানে পবিত্র কাবা শরিফকে প্রদক্ষিণ করতে দেখা গেছে হজ্ব করতে আসা হাজার হাজার মুসলিমকে। এছাড়াও, সানিয়া তার বাবা ও বোনের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন।

এর আগে হজ পালনের ঘোষণা দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান যে এবার পবিত্র হজে সামিল হওয়ার মতো দারুণ একটি সুযোগ পেয়েছি। এই অভিজ্ঞতা অর্জনে আমি প্রস্তুত, আমার যে কোনো ধরনের অপরাধ বা ভুল আচরণের জন্য ক্ষমা চাচ্ছি। আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক পুনর্জীবন লাভের এমন সুযোগ (হজ পালনে) পাওয়ায় আমার মন কৃতজ্ঞতায় ভরে গেছে। আল্লাহ আমার সব প্রার্থনা কবুল করুন এবং তার পথে অবিচল রাখুন।’
ভাষা সৈনিক ফজলুল হক আর নেই

ভাষা সৈনিক ফজলুল হক আর নেই