, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাজনীতিবিদদেরও পেনশন স্কিমে যুক্তের আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০৩:১১:৫৯ অপরাহ্ন
রাজনীতিবিদদেরও পেনশন স্কিমে যুক্তের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে কোনো যৌক্তিকতা নেই। তিনি বলেন, পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের কারণ দেখছেন না। এই আন্দোলনে পড়াশোনার ক্ষতি হচ্ছে জানিয়ে শেখ হাসিনা আরো বলেন, সরকার কোটা বাতিল করলেও এতে লাভ হয়নি। বরং অনেক মেয়ে চাকরি থেকে বঞ্চিত হয়েছে।
 
আজ রবিবার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বির্ষিকী উপলক্ষ্যে গণভবনে সংগঠনটির নেতাকর্মীদের সাথে শুভেচ্ছে মিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরে প্রধানমন্ত্রী দেয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, কোটি বাতিলের কারণে অনেক জেলার মানুষ বঞ্চিত হয়েছে। এমন একজন বঞ্চিতের মামলায় কোটার পক্ষে রায় দিয়েছে আদালত। সেই আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মনে করেন বঙ্গবন্ধু কন্যা। 

এ সময় পেনশন আন্দোলন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। রাজনীতিবিদদেরও পেনশন স্কিমে যুক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। বিএনপির অত্যাচার নির্যাতন যেন আর ফিরে আসতে না পারে সে ব্যাপরে সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া