গত ২০০৪ সাল থেকে প্রতিটি ইউরোতেই খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম বার ২, ২০০৮ সালে ১, ২০১২ সালে ৩, ২০১৬ সালে ৩ ও ২০২০ সালের আসরে ৫ গোল করেন তিনি। এবারই প্রথম খালি হাতে ফিরতে হলো তাকে, করতে পারলেন না একটি গোলও। শুধু ইউরো কেন, মেজর কোনো টুর্নামেন্টে এর আগে রোনালদোকে গোলশূন্য হাতে ফিরতে হয়নি।
প্রবাদে আছে না, ‘নক্ষত্ররেও পতন হয়’! বয়সের ভারে রোনালদোর ক্ষেত্রেও হয়তো তা-ই হয়েছে। ওপেন প্লেতে এবার কোনো গোল করতে পারেননি রোনালদো। যদিও ১০টি অনটার্গেট শট নিয়েছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, ইউরোর ইতিহাসে এত বেশি শটের পরেও গোল না পাওয়ার যৌথ সর্বোচ্চ রেকর্ড এটা। আগেরটা ২০১৬ সালে বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনার।
এবারের ইউরোর পাঁচ ম্যাচসহ শেষ ৯ ম্যাচে গোলহীন রোনালদো। যে কারণে ৩৯ পেরোনো পর্তুগিজ তারকার ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিদায় জানাচ্ছেন তাকে। তবে রোনালদোর আরও কিছুদিন খেলার ইচ্ছা।
গত ২০০৩ সালে জাতীয় দলের জার্সিতে যাত্রা শুরু হয়েছিল রোনালদোর। দুই দশকের ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ ম্যাচ খেলা ও গোল করার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন। ২১২ ম্যাচ খেলে পর্তুগিজ তারকা করেছেন ১৩০ গোল।