, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দায়িত্বে তিন আর্জেন্টাইন

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৪ ১১:২১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৪ ১১:২১:৪৪ পূর্বাহ্ন
ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দায়িত্বে তিন আর্জেন্টাইন
এবার গ্রুপপর্বে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয় ব্রাজিল। ওই ম্যাচের মূল রেফারি ভেনেজুয়েলান, ভিএআরের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন মাউরো ভিগলিয়ানো। পরে ভুল স্বীকার করে নেয় কনমেবল কর্তৃপক্ষ। পেনাল্টি থেকে বঞ্চিত হলেও কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে কষ্ট হয়নি ব্রাজিলের। শেষ আটে আগামীকাল রোববার (৭ জুলাই) উরুগুয়ের মুখোমুখি হবে তারা।
 
এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করেছে কনমেবল। যার মধ্যে তিনজনই আর্জেন্টাইন। মূল রেফারি দারিও হেরেরা। তার সহাকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। চতুর্থ ও পঞ্চম রেফারি যথাক্রমে এল সালভাদরের ইভান বারটন ও নিকারাগুয়ার হেনরি পুপিরো।
 
ব্রাজিলের পেনাল্টি না পাওয়ার আলোচনার মধ্যেই উরুগুয়ে ম্যাচে তিনজন আর্জেন্টাইন রেফারি দেয়ায় সমালোচনা শুরু হয়েছে কনমেবলকে নিয়ে। সমর্থকদের দাবি, আর্জেন্টাইন রেফারিরা ইচ্ছা করেই ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকেন। যদিও এ নিয়ে ব্রাজিলের পক্ষ থেকে কেউ কিছু বলেননি।

প্রসঙ্গত, ব্রাজিলকে পেনাল্টি না দেয়ায় ভুল স্বীকার করে কনমেবল জানায়, ‘রেফারি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেননি। যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন। একটা ভুল হয়ে গেল।’
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান