এবার যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে লেবার পার্টি। আর পরাজয় মেনে নিয়ে হারের দায়ভার নিয়েছেন কনজারভেটিভ দলের প্রধান ঋষি সুনাক। এজন্য তিনি তার দলের সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।
এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসনের বাধা পেরিয়ে গেছে লেবার পার্টি। তবে চূড়ান্ত ফল প্রকাশের আগেই লেবার পার্টির নিরঙ্কুশ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কনজারভেটিভ দলের প্রধান ঋষি সুনাক।
সুনাক বলেন, ‘এবারের নির্বাচনে লেবার পার্টি জয়লাভ করেছে। দলটির এ সাফল্যের জন্য আমি কেয়ার স্টারমারকে অভিনন্দন জানাতে ফোন করেছিলাম। এবারের নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে ক্ষমতার হাতবদল হবে। এটি এমন কিছু যা আগামী দিনে আমাদের দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যতের প্রতি আমাদের সবাইকে আস্থা এনে দেবে।’
তিনি আরও বলেন, আমি কনজারভেটিভ পার্টির হারের জন্য দুঃখিত। এ পরাজয়ের দায়ভার আমি নিচ্ছি। তবে যুক্তরাজ্যের বিদায়ী এই প্রধানমন্ত্রী নিজের আসনে জয়লাভ করেছেন। এজন্য তিনি ভোটারদের ধন্যবাদ জানান।
এদিকে নির্বাচনে লেবার পার্টির প্রায় ৪০০ আসনের বিপরীতে কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত ১০৭টি আসনে জয় পেয়েছে। এর মধ্য দিয়ে পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। আর কেয়ারর স্টারমার হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।