, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর কাছে মিলল গাঁজা, ৬ মাসের কারাদণ্ড

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ০৮:১২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ০৮:১২:৪২ অপরাহ্ন
কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীর কাছে মিলল গাঁজা, ৬ মাসের কারাদণ্ড
এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রাবণ সরকার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে তার কাছে গাঁজা পাওয়া যায়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার। পরীক্ষা কেন্দ্রে নকল ও মুঠোফোন নিয়ে প্রবেশের অপরাধে আরও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  
 
এদিকে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলছিল। এ সময় আড়াইহাজারের পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শ্রাবণ মোল্লা মাদকসহ হলে প্রবেশ করে।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই কলেজের পরীক্ষার্থী  সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তূর্য্যকে নকলের দায়ে বহিষ্কার করা হয়। 

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষার হলে মাদকসহ প্রবেশ করায় একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা