, রবিবার, ০৭ জুলাই ২০২৪ , ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, পতাকা বৈঠকে হস্তান্তর

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ১২:৫৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ১২:৫৫:২২ অপরাহ্ন
প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী, পতাকা বৈঠকে হস্তান্তর
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় তরুণী। গত ২৯ জুন চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে তাঁকে হস্তান্তর করেন।

এদিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকার। বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর পরিচয় হয়। এরপর দুই জনের মধ্যে দুই বছর ধরে চলছে প্রেমের সম্পর্ক। 

সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সঙ্গে অবস্থান করছিলেন। এক পর্যায়ে সমর তার বন্ধুকে দিয়ে গত মঙ্গলবার বিকালে পিংকিকে পাঠিয়ে দেন বেনাপোল বর্ডারে। ওই সময় সমর পিংকিকে বলেন, ‘তুমি আমার বন্ধুর সাথে যাও আমি আসছি।’

এরপর সমরের বন্ধু পিংকিকে রেখে বেনাপোল থেকে পালিয়ে আসেন। পরে মেয়েটি কাউকে না পেয়ে কান্নাকাটি করতে থাকেন। এ অবস্থা দেখে স্থানীয় ও বিজিবি সদস্যরা তাঁকে উদ্ধার করে একটি বাড়িতে রাখেন। এক পর্যায়ে বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত নিতে রাজি হয়। বিএসএফ পরে তার পরিবারের কাছে হস্তান্তর করবেন বলে জানান সুবেদার মিজানুর রহমান।