, রবিবার, ০৭ জুলাই ২০২৪ , ২২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


কোপার সেমি ফাইনালে উঠতে সকালে মাঠে নামবে আর্জেন্টিনা, অনিশ্চিত মেসি

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৪ ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৪ ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন
কোপার সেমি ফাইনালে উঠতে সকালে মাঠে নামবে আর্জেন্টিনা, অনিশ্চিত মেসি
এবার ডান পায়ের মাংসপেশির পুরনো চোট ফিরে আসায় পেরুর বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টাইন মহাতারকা অনুশীলনে ফিরলেও থেকে গেছে সংশয়। শুরুর একাদশে থাকা নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। নতুন খবর, নকআউট পর্বের খেলায় অনিশ্চিত মেসি।

আগামীকাল শুক্রবার কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ। আগেরদিন বিশ্বকাপজয়ী কোচ জানিয়েছেন, লাইনআপ নির্ধারণ করা হবে সন্ধ্যার অনুশীলন সেশনের পর।

তিনি বলেন, ‘আমরা কয়েকঘণ্টার মধ্যে অনুশীলনে অংশ নেবো। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। অনুশীলনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো মেসি খেলবে কিনা।’ স্কালোনি মেসির শারীরিক অবস্থা পরিষ্কারভাবে বোঝার জন্য অনুশীলন সেশনের পরে অর্থাৎ, ম্যাচের আগে তার সাথে আলাদাভাবে কথা বলার আশা প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ‘আমি তার সাথে পরিস্থিতি নিয়ে কথা বলিনি। ম্যাচের একদিন বাকি থাকার কারণে তার সাথে কথা বলব। ভেবেছিলাম, সে যথাসম্ভব সময় নিয়েছে এবং অনুশীলন সেরেছে। কথা বলার পরে আমরা সিদ্ধান্ত নেবো। তার সাথে কথা বলিনি, তাই আমরা জানি না সে খেলবে কিনা।’

চিলি ম্যাচের পরই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে। ম্যাচে পুরোপুরি ফিট না থাকার পরও খেলেছিলেন। ডানপায়ের ঊরুতে পাওয়া চোট নিয়ে খেলায় অস্বস্তি বেড়েছিল। চিলির বিপক্ষে ১-০তে জয়ের পর ৩৭ বর্ষী মেসি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’

এদিকে পেরুর বিপক্ষে ম্যাচে আগে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছিলেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর কিছুটা সমস্যা হয়েছিল। যে কারণে আমরা পেরুর ম্যাচে তাকে বিশ্রামে রাখছি। চোটের কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা কয়েক দিনের পর্যবেক্ষণ দরকার।’