এবার ভারতের উত্তরপ্রদেশে হাথরস তীর্থে পদপিষ্ট হয়ে বহু হতাহতের ঘটনায় মর্গে মরদেহ আসতে থাকা দেখে রবি কুমার নামে এক পুলিশকর্মীর মারা গেছেন। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে হাথরসে পদপিষ্টের ঘটনার পরই এক হাসপাতালের মর্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মর্গের বাইরে দুই জন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়। তাদের মধ্যেই একজন ছিলেন রবি কুমার।
মর্গে একের পর এক রক্তাক্ত মরদেহ দেখে দেখে নিজেকে সামলাতে পারেননি রবি। রবির সাথে কর্মরত তার সহকর্মী বলেন, হাসপাতালের মর্গে যখন মরদেহের সংখ্যা বাড়তে থাকে তখন রবি হঠাৎ অসুস্থ হতে শুরু করে। তারপর তাকে সেই হাসপাতালেই ভর্তি করা হয়। ভর্তি হওয়ার ২০ মিনিটের মাথায় জানানো হয় রবি হার্ট অ্যাটাক করে মারা গেছেন।
তিনি আরও বলেন, রক্ত, মৃতদেহ, ময়নাতদন্ত এসব পরিস্থিতির সাথে পুলিশকর্মীরা খুবই পরিচিত। নিত্য দিন তাদের এসব নিয়েই কাজ করতে হয়। ১০ বছরের কর্মজীবনে রবি নিজেও বহু বার বহু মৃত্যু দেখেছেন, রক্তপাত দেখেছেন। কিন্তু নিজের কর্তব্য থেকে বিরত থাকেননি। কিন্তু হাথরসের এই দৃশ্য দেখে হয়তো নিজেকে সামলাতে পারেননি। তার মনে প্রচণ্ড প্রভাব ফেলেছিল। তাই অসুস্থ হয়ে পড়েছিলেন। কিন্তু রবির যে মৃত্যু হবে, সেটা মেনে নিতে পারছি না আমরা।
এদিকে ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে থাকতেন রবি। ২০১৪ সালে কাজে যোগ দেন। ২০২২ সালে অওয়াগড় থানায় বদলি হয়ে আসেন। এ বছরের ১৬ জুন পুলিশ লাইনে কুইক রেসপন্স টিমে (কিউআরটি) যোগ দেন।