, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অলিম্পিকের জন্য বড় চমকে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৪ ১২:৫১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৪ ১২:৫১:৪০ অপরাহ্ন
অলিম্পিকের জন্য বড় চমকে আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা
চলতি কোপা আমেরিকার ব্যস্ততার মাঝেই উত্তাপ ছড়াচ্ছে প্যারিস অলিম্পিক। এবারের অলিম্পিক ফুটবলে খেলবে আর্জেন্টিনা। যার জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
 
প্যারিস অলিম্পিককে সামনে রেখে ১৮ সদস্যের আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা করেছে কোচ হ্যাভিয়ের মাসচেরানো। এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে বিশ্বকাপজয়ী ফুটবলার নিকোলাস ওটামেন্ডি ও জুলিয়ান আলভারেজ।

এমিলিয়ানো মার্টিনেজ ও এঞ্জো ফার্নান্দেজের অলিম্পিকে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তাদের ক্লাব ছাড়তে অস্বীকৃতি জানায়। যে কারণে তাদের আর খেলা হচ্ছে না।

আর্জেন্টিনা স্কোয়াড- 

গোলকিপার: লেয়ান্দ্রো ব্রে, জেরনিমো রুল্লি

ডিফেন্ডার: মার্কো দি সেজারো, হুলিও সোলের, জোয়াকুইন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাদ ওটামেন্ডি, ব্রুনো আমিওনে

মিডফিল্ডার: এজিকুয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজ্জে, ক্রিস্টিয়ান মেদিনা, কেভিন জেনোন

ফরোয়ার্ড: জিউলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডো, থিয়াগো আলমাদা, ক্লাদিও ইচেভেরি, হুলিয়ান আলভারেজ, লুকাস বেলত্রান।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা