, শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ , ২১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


ওই সময় তাকে নেয়াটা কঠিন ছিলো: তাসকিনের ঘুম-কাণ্ড নিয়ে সাকিব

  • আপলোড সময় : ০২-০৭-২০২৪ ০৭:৫৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৪ ০৭:৫৯:৪১ অপরাহ্ন
ওই সময় তাকে নেয়াটা কঠিন ছিলো: তাসকিনের ঘুম-কাণ্ড নিয়ে সাকিব
এবার দাপটের সঙ্গে খেলেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। তবে সেখানে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগাররা। সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র দুই পেসার নিয়ে মাঠে নামে হাথুরুসিংহের শিষ্যরা। সেদিন একাদশে ছিলেন না দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদও। 
 
এদিকে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপরীতে দলের অন্যতম মূল পেসার তাসকিনকে একাদশে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই। অবশ্য এর পেছনে ছিল চাঞ্চল্যকর এক ঘটনা। গত ২২ জুন অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচের আগে ঘুমের জন্য টিম বাস মিস করেন তাসকিন, যার ফলে তাকে একাদশে দেখা যায়নি বলে গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে নিশ্চিত করেছেন এই খবর। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বর্তমানে আলোচনায় তাসকিনের ঘুম-কাণ্ড। এবার তাসকিন ইস্যুতে কথা বলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘দলের বাস একটা নির্ধারিত সময়ে ছাড়ে। সাধারণত বাস কারো জন্য অপেক্ষা করে না। ভারত ম্যাচে টসের ১০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন তাসকিন। একেবারে শেষ মুহূর্তের দিকে। স্বাভাবিকভাবে ওই সময়টা কঠিন ছিলো টিম ম্যানেজমেন্টের জন্য তাকে নেয়া। পরবর্তীতে তাসকিন দুঃখ প্রকাশ করেছে, দলের সবাইও এটা স্বাভাবিকভাবে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে। ওখানে ব্যাপারটা শেষ হয়ে গিয়েছে। টিম বাস কারো জন্য অপেক্ষা করে না কখনো। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।’
সন্ধ্যার মধ্যে দেশের ১৩ জেলায় ঝড়ের শঙ্কা 

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ জেলায় ঝড়ের শঙ্কা