, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চাঁদা না দিয়ে আঘাত, হাতির আছাড়ে প্রাণ গেল মাসুদের

  • আপলোড সময় : ০২-০৭-২০২৪ ০৭:৫২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৪ ০৭:৫২:৩৪ অপরাহ্ন
চাঁদা না দিয়ে আঘাত, হাতির আছাড়ে প্রাণ গেল মাসুদের
এবার কিশোরগঞ্জে চাঁদা না দেয়ায় হাতির শুঁড়ের আঘাতে মো. মাসুদুর রহমান মিস্টন (৪৫) নামে এক ফার্মেসি মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জুলাই) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাতি মাহুতকে (রক্ষক) আটক করেছে পুলিশ। 
 
এদিকে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তাফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাতি ও হাতির মাহুতকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। 

নিহত মো. মাসুদুর রহমান মিস্টন ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরাইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকা থেকে বাসস্ট্যান্ড এলাকায় আর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন। আটক হাতির মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে। 
 
স্থানীয়রা জানায়, গতকাল সোমবার (১ জুলাই) সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন রিয়াজুল মোল্লা। এক সময় মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। ফার্মেসি মালিক মাসুদুর রহমান চাঁদা দিতে রাজি না হয়ে হাতিকে আঘাত করলে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে। এতে মাসুদুর রহমানের নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে গুরুতর আহত হয়। 

পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদুর তার মৃত্যু হয়।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান