, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ , ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


পানিতে ভেসে গেল একই পরিবারের সাতজন, ‍তিনজনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ০৪:০৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ০৪:০৬:৩৪ অপরাহ্ন
পানিতে ভেসে গেল একই পরিবারের সাতজন, ‍তিনজনের মরদেহ উদ্ধার
এবার ভারতে ঝর্ণার পানিতে ভেসে গেছে নারী, শিশুসহ একই পরিবারের ৭ জন। ক্যামেরায় ধরা পড়েছে সেই রোমহর্ষক দৃশ্য। ঘটনার পর দুইজন সাঁতরে পাড়ে ‍উঠতে পেরেছে। আর এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, পুনে জেলার লোনাভালায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পরিবারটি পাহাড়ি এলাকাটিতে অবকাশ যাপনে গিয়েছিল। পানি কম থাকা অবস্থায় তারা ঝর্ণায় যান। হঠাৎ দানবীয় রূপ নেয় বাধের স্রোত। আটকা পড়ে পরিবারটি।

এসময় একটি পাথরের ওপর একে-অপরকে জড়িয়ে ধরেছিলেন সবাই। সাহায্য চেয়ে চিৎকারও করছিলেন তারা। তীরে শত শত পর্যটক তাদের চিৎকার শুনলেও প্রবল স্রোতের কারণে সেখানে যেতে পারছিলেন না। একপর্যায়ে পানির তোড়ে পাথরটি থেকে পড়ে গিয়ে ভেসে যায় পরিবারটির সকলেই।

এদের মধ্যে দু’জন সাঁতরে পার হতে সক্ষম হন। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে অভিযান চলছে। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পুনের ভুসি বাধের কাছে ঝর্ণাটির অবস্থান। বর্ষা মৌসুমে অনেক পর্যটক অঞ্চলটিতে যান। তবে এবারের দুর্ঘটনার পর সেখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।