এবার লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) ক্রিকেট বিশ্বকাপ ২০২৪- এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সোমবার (১ জুলাই) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বিমানটি।
এবারের এলএমএস বিশ্বকাপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছে কেনিয়ার নাইরোবিতে। এতে অংশ নেয় পাকিস্তান, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ ১২টি দেশ। এই বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ। শনিবার ফাইনালে ইংল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে শিরোপা জেতে এলএমএস বাংলাদেশ জাতীয় দল।
দেশের বিভিন্ন এলএমএস দল থেকে সেরা ক্রিকেটারদের নিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল গড়া হয়। এলএমএস ক্রিকেট ওয়ার্ল্ডকাপে খেলেন অপেশাদার ক্রিকেটাররা। বাংলাদেশের বেশ কয়েকটি এলএমএস দল আছে।
যারা বেশ কয়েক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে এলএমএস টুর্নামেন্টে খেলে আসছে। সেই দলগুলো থেকে সেরা ক্রিকেটারদের বাছাই করে লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবে বিশ্বকাপের জন্য লম্বা সময় প্রস্তুতি নেয় বাংলাদেশ দল। তার ফলও পেয়েছে দলটা। দেশে ফিরছে চ্যাম্পিয়ন হয়ে।