, বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪ , ২০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


ভারী বৃষ্টিতে নদী উপচে পড়ছে পানি, সড়কে উঠে এসেছে বিশাল কুমির 

  • আপলোড সময় : ০১-০৭-২০২৪ ১২:২৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৪ ১২:২৫:৩৩ অপরাহ্ন
ভারী বৃষ্টিতে নদী উপচে পড়ছে পানি, সড়কে উঠে এসেছে বিশাল কুমির 
এবার কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টি। বৃষ্টির পানিতে এলাকার সব নদ-নদী উপচে পড়ছে। এই সুযোগে পাশের এক নদী থেকে সড়কে উঠে এসেছে বিশাল কুমির। সড়কে উঠে অন্যান্য যানবাহনের মতো করছে ঘোরা-ফেরা। ভারতের মহারাষ্ট্রের উপকূলীয় রত্নাগিরি জেলায় এমনই ঘটনা ঘটেছে। সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

এদিকে সংবাদমাধ্যমটির খবর অনুযায়ী, মানুষ সড়কে মধ্যে হঠাৎ বিশাল কুমির দেখে হতবাক হয়ে যান। তাদের মধ্যে একজন গাড়ির ভেতরে থেকে এই ঘটনার ভিডিও করেছেন। ভিডিওতে দেখা যায়, রত্নাগিরির চিপলুনের সড়কে কুমিরটি ঘুরে বেড়াচ্ছে। গাড়ির আলো দেখতে পেয়ে সে দিকে এগিয়ে যায় সরীসৃপটি।
 
এদিকে চিপলুনের পাশ দিয়েই শিব নদী বয়ে গেছে। এই নদীতে অনেক কুমির রয়েছে। ধারণা করা হচ্ছে, এই নদী থেকেই কুমিরটি সড়কে উঠে এসেছে।
 
তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতীয় কর্তৃপক্ষ। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানোর বিষয়ে কোনো দিক-নির্দেশনাও দেয়া হয়নি। কিন্তু স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া সড়কে কুমির দেখা মাত্র স্থানীয় বন্যপ্রাণী কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।