চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ রোববার (৩০ জুন) বাংলা প্রথমপত্র দিয়ে শুরু হয়েছে। প্রথম দিনে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে (সিলেট বাদে) অনুপস্থিত ছিলেন প্রায় ১০ হাজার শিক্ষার্থী, যা গত বছরের প্রথম দিনের পরীক্ষার তুলনায় প্রায় দ্বিগুণ।
আজ রোববার (৩০ জুন) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তিনি জানান, প্রথম দিনে ৯ লাখ ২৩ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। বহিষ্কার হয়েছে ২০ জন। ৯ হাজার ৯৭০ জন অনুপস্থিত। মন্ত্রী জানান, বিদেশে ৮টি কেন্দ্রে ২৮১ জনের পরীক্ষা নেয়া হয়েছে।
২০২৩ থেকে ২০২৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী বছরের পরীক্ষা আরও সামনের দিকে যাবে। এ বছর সময়ের আগে বন্যা হয়েছে। শুস্ক মৌসুমে আমরা পরীক্ষা নেয়ার ব্যবস্থা করব। আগামী বছর এপ্রিলে পরীক্ষা নেয়া হবে।