, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, আফগানিস্তান মানসম্পন্ন দল: তামিম

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৩ ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৩ ১০:৪৭:৫৮ পূর্বাহ্ন
এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে, আফগানিস্তান মানসম্পন্ন দল: তামিম
এবার দুই দফায় জুনে আর জুলাইয়ে বাংলাদেশে সিরিজ খেলবে আফগানিস্তান। দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হবে ১৪ জুন একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে। সিরিজ শুরুর আগে আফগানদের সমীহ করছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রতিদিনই উন্নতি করছে আফগানিস্তান ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে বরাবরই ভালো খেলে দলটি।

টি-টোয়েন্টিতে জয়ের পাল্লা ভারি আফগানদের দিকে। সে সাথে বাংলাদেশের সাথে খেলা একমাত্র টেস্ট জয়ও মোহাম্মদ নবীদের। ওয়ানডেতেও আফগানিস্তান যে কোনো দিন ভয়ংকর হয়ে উঠতে পারে। হাম্বানতোতায় গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জয় তারই ইঙ্গিত।

এ বিষয়ে তামিম বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শ্রীলঙ্কাকে হারিয়েছে)। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’ এদিকে আফগানদের বিপক্ষে বাংলাদেশ সিরিজ শুরু করবে টেস্ট দিয়ে। তামিমের চোখ আপাতত টেস্ট নিয়েই। সিরিজভেদে এগোনোর কথাই বলছেন বাংলাদেশ ওপেনার।

তামিম বলেন, ‘এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’ রশিদ খানদের বিপক্ষে সিরিজ নিয়ে এরইমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে বাংলাদেশ। আফগানদের মোকাবিলা করার আগে সব বিভাগের সব প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ।

তামিম আরো বলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। সঙ্গে ব্যাটিং-বোলিং তো আছেই। আমার মনে হয়ে প্রধান কোচ এসে যাবেন ৩ বা ৪ জুন। তখন থেকে আমরা মূলত স্কিল ক্যাম্পে চলে যাবে।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস