এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের মধ্যে দিয়ে। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছিল গেল মঙ্গলবার (২৫ জুন)। এরপর শুক্রবার দেশে ফিরে আসেন নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বাধীন টাইগার ক্রিকেটাররা। দেশে ফিরে তাদের বেশিরভাগই বেশ কিছুদিন বিশ্রামে থাকছেন।
এরপরই ফের ব্যস্ততা বাড়বে আগামী মাসে হতে যাওয়া তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগকে কেন্দ্র করে। তিন দেশের এসব লিগে খেলবেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। সবার আগে শ্রীলঙ্কার লিগ খেলতে আজ (রোববার) দেশ ছাড়লেন তিন টাইগার ক্রিকেটার– তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
আগামীকাল থেকে সেখানে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন হৃদয় ও মুস্তাফিজ। এ ছাড়া তাসকিন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে তাসকিনের সঙ্গে এসেছিলেন পরিবারের সবাই।
টাইগার এই পেসার এবারই প্রথম খেলবেন লঙ্কান লিগে। তাই আলাদা করে দোয়া চাইলেন তিনি, ‘প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, ভালো থাকি।’ এলপিএলের আগের আসরে দারুণ পারফর্ম করেছিলেন হৃদয়।
এবার দ্বিতীয়বার খেলতে যাওয়ার আগে বর্তমানে দেশের ধারাবাহিক এই ব্যাটার বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ (বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলা) শুরু মানে আগে থেকেই সবাই খেলে। এখন একটু খেলোয়াড়রা বেশি খেলতেছে, সামনে সবাই আরও খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করতে হবে, সব জায়গায় ভালো সুযোগ আসবে। আপাতত কোনো টার্গেট নেই, দোয়া করবেন।’
আগামী ১ থেকে ২১ জুলাই পর্যন্ত ২০২৪ এলপিএল আসর অনুষ্ঠিত হবে। এ নিয়ে এলপিএল আসর বসছে পঞ্চমবারের মতো। যেখানে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ২০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিনটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি।