, মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪ , ১৮ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ


‘এটা ভারতের টুর্নামেন্ট, আইসিসির নয়; তারা যেখানে চায় সেখানেই খেলছে’

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ১২:২৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ১২:২৮:৩৪ অপরাহ্ন
‘এটা ভারতের টুর্নামেন্ট, আইসিসির নয়; তারা যেখানে চায় সেখানেই খেলছে’
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পক্ষপাতের অভিযোগ এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। এর প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে করেছেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তবে টিম ইন্ডিয়া যে বাড়তি সুবিধা পাচ্ছে তা স্বীকার করেছেন সঞ্জয় মাঞ্জরেকার। 
 
সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন, এটা ভারতের টুর্ণামেন্ট, আইসিসির নয়। পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম ইল হকের দাবি, বিগ থ্রি বলে এখন আর কিছু নেই, বিগ ওয়ান আছে শুধু। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে থেকেই ভারতকে সুবিধা দেবার অভিযোগ ওঠেছে।

টুর্নামেন্ট যত সামনে এগিয়েছে অভিযোগগুলো আরও তীক্ষ্ণ হয়েছে। বিশেষ করে সাবেক ইংলিশ ও পাকিস্তানি ক্রিকেটাররা একের পর এক ষড়যন্ত্র তত্ত্ব বের করছেন। মাইকেল ভন সবচেয়ে সোচ্চার। যেখানেই মুখ খুলছেন, আইসিসির দ্বিচারিতার কথা তুলে ধরছেন ইংল্যান্ডের এ সাবেক অধিনায়ক।

তিনি বলেন, ভারত যেখানে চায় সেখানে খেলছে। তারা আগে থেকে জানতো সেমিফাইনাল কোথায় হবে। আমি বুঝি, বিশ্ব ক্রিকেটে টাকার বিষয়টা গুরুত্বপূর্ণ। কিন্তু যখন বিশ্বকাপ হবে তখন আইসিসির উচিত দলগুলোর প্রতি স্বচ্ছ্ব হওয়া। এখানে কারো পক্ষপাত করতে পারেননা।

এদিকে সেমিফাইনাল শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতকে যেমন প্রসংশায় ভাসিয়েছেন মাইকেল ভন, তেমনি ছোট করে খোঁচাও দিয়েছেন। লিখেছেন, ভেন্যু হিসেবে গায়ানা বেছে নেয়াটা কাজে দিয়েছে টিম ইন্ডিয়ার। ভারত অধিনায়ক রোহিত শর্মাও এ প্রশ্নের মুখোমুখি হয়েছেন।

যদিও সুবিধা পাবার কথা মেনে নেননি। তবে আরেক সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার অবশ্য স্বীকার করে নিয়েছেন। সাবেক ক্রিকেটাররা বারবার অভিযোগ তুললেও বোর্ডগুলো অবশ্য নিরব। তাই হয়তো আইসিসিও পক্ষপাত থেকে সরতে পারছে না।
সর্বশেষ সংবাদ
ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

ফায়ার সার্ভিসের গাড়ির টোল না নেওয়ার নির্দেশ হাইকোর্টের