, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৩ ০৯:৩৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৩ ০৯:৪২:১৮ পূর্বাহ্ন
ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত বেড়ে ২৩৩, আহত ৯০০
গতকাল রাতে ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯০০ জন। হতাহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে বলে আশংকা করা হচ্ছে। এখনও ট্রেনের ভেতরে আটকা রয়েছে অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ২০ মিনিটে বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উদ্দেশে কলকাতার শালিমার স্টেশন থেকে ছেড়ে যায় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস।

তারপর পশ্চিম মেদিনীপুর জেলা পার হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। তার আরও এক ঘণ্টা ২০ মিনিট পর বাহাঙ্গা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। একটি মালগাড়ির সংঘর্ষে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এদিকে পশ্চিমবঙ্গ হয়ে চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান অনেক বাংলাদেশী। দুর্ঘটনার কবলে পড়া ট্রেনে বাংলাদেশীরাও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত